চট্টগ্রামের ছেলে পারভেজ হোসেন ইমন ছোটবেলা থেকেই তামিম ইকবালের ভক্ত। দেশের এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটারের আগ্রাসী ব্যাটিং মুগ্ধ করত তাকে, আর সেই ছোঁয়া নিয়েই বেড়ে উঠেছেন ইমন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান ছিলেন তামিম। তবে শনিবার (১৭ মে) সেই রেকর্ডে নতুন নাম লিখিয়েছেন পারভেজ ইমন। ৫৩ বলে সেঞ্চুরি করে গড়েছেন ইতিহাস, যেখানে ছিল অসাধারণ পাওয়ার হিটিং আর নিখুঁত প্লেসমেন্টের ছাপ। সেই সঙ্গে এক ম্যাচে সর্বোচ্চ ৯টি ছক্কা হাঁকানো প্রথম বাংলাদেশি ব্যাটারও হয়ে গেছেন তিনি। তবে সবকিছুর ঊর্ধ্বে, প্রিয় ব্যাটার তামিম ইকবালের পাশে নিজের নাম দেখতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন ইমন। ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে ইমন বলেন, “হ্যাঁ, আমি জানতাম তামিম ভাই ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। আমি চেষ্টা করি তার সব ম্যাচ দেখার। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে সেঞ্চুরি করতে পেরে। বাসায় ফিরে যখন জানলাম এটা দেশের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি, তখন আরও আনন্দ পেলাম। কারণ ছোটবেলায় যার খেলা দেখে বড় হয়েছি, আজ তার পাশেই আমার নাম।'...