Skip to main content

Posts

How to Start Stock Marketing: A Beginner’s Guide to Enter the World of Investing

How to Start Stock Marketing: A Beginner’s Guide to Enter the World of Investing In today’s fast-paced digital world, learning how to start stock marketing has become more than just a financial skill—it’s a smart step toward long-term wealth building. Whether you're a student, a 9-to-5 employee, or an aspiring entrepreneur, understanding the stock market can give you the edge to grow your money passively over time. But getting started can be overwhelming. From confusing terminologies to fluctuating prices, the stock market seems like a complex place. Don’t worry. This beginner-friendly guide will walk you through everything you need to know to confidently begin your stock marketing journey—even if you have zero experience. What is Stock Marketing? Before diving in, let’s clarify the basics. Stock marketing , more commonly referred to as stock market investing , is the process of buying and selling shares (also called stocks) of publicly traded companies. When you buy ...
Recent posts

অভিজাত তামিমকে ছাপিয়ে গর্বিত পারভেজ ইমন

চট্টগ্রামের ছেলে পারভেজ হোসেন ইমন ছোটবেলা থেকেই তামিম ইকবালের ভক্ত। দেশের এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটারের আগ্রাসী ব্যাটিং মুগ্ধ করত তাকে, আর সেই ছোঁয়া নিয়েই বেড়ে উঠেছেন ইমন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান ছিলেন তামিম। তবে শনিবার (১৭ মে) সেই রেকর্ডে নতুন নাম লিখিয়েছেন পারভেজ ইমন। ৫৩ বলে সেঞ্চুরি করে গড়েছেন ইতিহাস, যেখানে ছিল অসাধারণ পাওয়ার হিটিং আর নিখুঁত প্লেসমেন্টের ছাপ। সেই সঙ্গে এক ম্যাচে সর্বোচ্চ ৯টি ছক্কা হাঁকানো প্রথম বাংলাদেশি ব্যাটারও হয়ে গেছেন তিনি। তবে সবকিছুর ঊর্ধ্বে, প্রিয় ব্যাটার তামিম ইকবালের পাশে নিজের নাম দেখতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন ইমন। ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে ইমন বলেন, “হ্যাঁ, আমি জানতাম তামিম ভাই ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। আমি চেষ্টা করি তার সব ম্যাচ দেখার। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে সেঞ্চুরি করতে পেরে। বাসায় ফিরে যখন জানলাম এটা দেশের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি, তখন আরও আনন্দ পেলাম। কারণ ছোটবেলায় যার খেলা দেখে বড় হয়েছি, আজ তার পাশেই আমার নাম।'...

তামিম ও হৃদয়ের তাণ্ডবে বাংলাদেশের বিশাল স্কোর

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। সোমবার (১৯ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে টাইগাররা তুলে ফেলে ৫ উইকেটের বিনিময়ে ২০৫ রান। ইনিংসটি গড়ে ওঠে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে। প্রথম ম্যাচে ২৭ রানের জয় তুলে নেওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও শুরু থেকেই ছিল আগ্রাসী। ইনিংসের সূচনায় তানজিদ তামিম ও লিটন দাসের ওপেনিং জুটি দলকে এনে দেয় ৯০ রানের জোরালো শুরু। তামিম ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে আউট হন। এরপর লিটনের সঙ্গে যোগ দেন শান্ত, তবে এই জুটিতে বড় রান আসেনি। লিটন করেন ৩২ বলে ৪০ রান, শান্ত করেন ১৯ বলে ২৭। চতুর্থ উইকেটে রান বাড়ানোর দায়িত্ব কাঁধে নেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। হৃদয় মাত্র ২৪ বলে করেন ঝড়ো ৪৫ রান। সাঘির খানের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। জাকের খেলেন ৬ বলে ১৮ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস। ইনিংসের শেষদিকে শামীম হোসেন (৫ বলে ৬) ও রিশাদ হোসেন (২ বলে ২) অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২০৫/৫। আমিরাতের পক্ষে বল হাতে জাওয়াদুল্লাহ ৩টি এবং সাঘির খান ২টি উ...